লেনদেন বেড়েছে পুঁজিবাজারে

প্রকাশঃ সেপ্টেম্বর ৩, ২০১৫ সময়ঃ ৫:১৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:১৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

pujibazarসপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বেড়েছে।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১ দশমিক ৮৪ পয়েন্ট বেড়ে চার হাজার ৭৬৫ পয়েন্টে অবস্থান করছে। লেনদেন হয়েছে ৪৯৮ কোটি ৫৯ লাখ ২২ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট, যা আগের দিনের চেয়ে ১৫০ কোটি টাকা বেশি।

বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৭৪টির, কমেছে ৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টি কোম্পানির শেয়ারের দাম।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে এসব তথ্য জানা যায়।

এদিকে সিএসইতে সাধারণ সূচক ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে আট হাজার ৮৮৯ পয়েন্টে। লেনদেন হয়েছে ৩৮ কোটি ৫৪ লাখ ২৮ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট যা আগের দিনের চেয়ে ১০ কোটি টাকা বেশি।

সিএসইতে লেনদেন হওয়া ২৪৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩১টির, কমেছে ৯৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টি কোম্পানির শেয়ারের দাম।

প্রতিক্ষণ/এডি/ডিএইচ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G