লেফটেন্যান্ট জেনারেল আসিম মুনির পাকিস্তানের নতুন সেনাপ্রধান নিয়োগ
আন্তর্জাতিকে ডেস্ক
পাকিস্তানের তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব টুইটারে নতুন সেনাপ্রধানের নাম ঘোষণা দিয়েছেন। এ ঘোষণার মধ্যে দিয়ে গত কয়েক সপ্তাহের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়েছে পাকিস্তান সরকার। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ নতুন সেনাপ্রধান হিসেবে লেফটেন্যান্ট জেনারেল আসিম মুনিরের নাম ঘোষণা করেছেন।
তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব বৃহস্পতিবার টুইটারে এই নিয়োগের ঘোষণা দিয়েছেন। দক্ষিণ এশিয়ার দেশটির সবচেয়ে শক্তিশালী অবস্থানকে কেউ কেউ বলেছে তা নিয়ে সপ্তাহের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়েছেন। পাকিস্তানের সামরিক বাহিনী তার ৭৫ বছরের ইতিহাসের প্রায় অর্ধেক ২২০ মিলিয়ন মানুষের দেশকে সরাসরি শাসন করেছে।
লেফটেন্যান্ট জেনারেল সাহির শামশাদ জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেবেন, আওরঙ্গজেব তার টুইটে বলেছেন। মুনির জেনারেল কামার জাভেদ বাজওয়ার স্থলাভিষিক্ত হবেন। তিনি ২৯শে নভেম্বর সেনাপ্রধান হিসেবে তার ছয় বছরের মেয়াদ শেষ করবেন।
প্রধানমন্ত্রী শরীফ বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক করেন। তিনি শীর্ষ সামরিক পদের জন্য মনোনীত ছয়জনের তালিকা থেকে মুনিরকে বেছে নেন।
সূত্র : আল-জাজিরা