‘লেভেল প্লেয়িং ফিল্ড সন্ত্রাসীদের জন্য নয়’

প্রকাশঃ মার্চ ২৮, ২০১৫ সময়ঃ ৩:১৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৫৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

kamrul 2যারা সন্ত্রাসী তাদের জন্য লেভেল প্লেয়িং ফিল্ডের তৈরির কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম।

শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বঙ্গবন্ধু গবেষণা পরিষদ আয়োজিত স্বাধীনতা দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

কামরুল ইসলাম বলেন, ‘আপনি নির্বাচন করবেন বলে আইনের হাত থেকে পার পেয়ে যাবেন ? আইন আপনাকে মোটেও স্পর্শ করতে পারবে না, তা হবে না। ওই রকম লেভেল প্লেয়িং ফিল্ড হওয়ার সুযোগ নেই।

সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেনকে উদ্দেশ্য করে কামরুল বলেন, ‘তিনি বলেছেন আমরা নাকি ফাঁদ পাতার জন্য সিটি নির্বাচন দিয়েছি। আওয়ামী লীগ বা শেখ হাসিনা কখনও ফাঁদ পাতেন না। বরং আপনারাই ফাঁদ পাতেন এবং নিজেদের ফাঁদে নিজেরা পড়ে যান।’

তিনি বলেন, পূর্বের মতো নির্বাচন ভুণ্ডল করার কোনো চেষ্টা করবেন সে সুযোগ দেওয়া হবে না। এটা করলে তার পরিণতি হতে ভয়াবহ।

অধ্যাপক ড. এমাজ উদ্দিন আহমদ ও শত নাগরিক কমিটির সমালোচনা করে তিনি বলেন, ‘অতীতে শত নাগরিকের কত কমিটি দেখেছি। এদের আন্দোলনের উদ্দেশ্য হলো পাকিস্তানের এজেন্ট হিসেবে কাজ করা। এমাজ উদ্দিনের মত অনেক বুদ্ধিজীবী ৭১-এ পাক শাসনের বৈধ্যতা দেওয়ার চেষ্টা করেছিল। তার মত এক শ্রেণীর পাপিষ্ঠ বুদ্ধিজীবী সর্বকালে সব সময় থাকে।’

প্রতিক্ষণ/এডি/মিতা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G