লোকালয়ে হরিণ

প্রকাশঃ মার্চ ২৯, ২০১৫ সময়ঃ ১১:২১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:২১ পূর্বাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম.

5wfevrkt8ahyvmy66খাবার ও পানির সন্ধানে আসা দুটি হরিণ উদ্ধার করেছে এলাকাবাসি। রোববার সকালে ভোলার চরফ্যাশনে ঢালচরের নার্সারি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। চিত্রা প্রজাতির ওই হরিণ গর্ভবতী বলে জানায়, বন বিভাগের সংশ্লিষ্টরা।

ঢালচর বন বিভাগের রেঞ্জ অফিসার সৈয়দ নুরুজ্জামান প্রতিক্ষণকে বলেন, বন বিভাগের সংরক্ষিত বনাঞ্চল থেকে খাবার ও মিঠা পানির সংকটের কারণে খাবারের সন্ধানে এসে নদীতে পড়ে যায় হরিণ দুটি।

ভাসতে ভাসতে হরিণ দুটি ঢালচর এলাকার নদীতীর সংলগ্ন নার্সারি এলাকায় আসলে স্থানীয়রা উদ্ধার করে বন বিভাগকে খবর দেয়। পরে বন বিভাগের কর্মকর্তারা গিয়ে হরিণ দুটিকে প্রাথমিক চিকিৎসা দেন।  তিনি আরো জানান, ঢালচরের কাছাকাছি চর শাহ জালাল থেকে হরিণগুলো এসে থাকতে পারে। হরিণ দুটি সুস্থ রয়েছে,  আর তাদের কুকুরী-মুকরী সংরক্ষিত বনে অবমুক্ত করার প্রক্রিয়া চলছে।

এদিকে, বন বিভাগ ও এলাকাবাসী জানায় আবহাওয়ার পরিবর্তন ও চৈত্র মাসের মাঝামাঝি সময়ে প্রচন্ড রোদে বনে হরিণের খাদ্য সংকট দেখা দেয়। এছাড়া এ সময়ে বনে হরিণের খাবার মিঠা পানির বেশ সংকট দেখা দেয়। ফলে বাধ্য হয়ে সংরক্ষিত বনের হরিণগুলো খাবার ও মিঠা পানির সন্ধানে লোকালয়ে আসার চেষ্টা করে।

এরআগেও এক সপ্তাহের ব্যবধানে  চারটি হরিণ লোকালয়ে চলে আসে।

প্রতিক্ষণ/এডি/রাজ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G