লো ব্লাড প্রেসার কমানোর ঘরোয়া পদ্ধতি

প্রকাশঃ ডিসেম্বর ১১, ২০১৬ সময়ঃ ১:২২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:২২ অপরাহ্ণ

lowblood-pressureঅনেকেই আছেন যারা লো ব্লাড প্রেসার বা হাইপোটেনশনে ভোগেন| ব্লাড প্রেসার মাপার পর যদি দেখা যায় রিডিং ৯০/৬০ বা তার কম হয়েছে তাহলে আপনার লো ব্লাড প্রেসার আছে| লো ব্লাড প্রেসার হলেও অনেক ধরনের সমস্যা সম্মুখীন হতে হয়। আর তাই হাই ব্লাড প্রেসার বা উচ্চ রক্তচাপের মতোই লো ব্লাড প্রেসার থাকলে আপনাকে বেশ কিছু সাবধানতা অবলম্বন করতে হবে| সেগুলো কী জেনে নিন।
আমরা জানি যে মদ্যপান করলে রক্তের চাপ বেড়ে যায়| কিন্তু এর মানে এই নয় আপনার লো ব্লাড প্রেসার থাকলে আপনি মনের আনন্দে মদ খেতে পারেন| এর ফলে কিন্তু শরীর ডিহাইড্রেশন হওয়ার সম্ভাবনা অনেকেটা বৃদ্ধি পায়|সুতরাং মদ্যপান এড়িয়ে চলুন, বদলে বেশি করে পানি খান।

লো ব্লাড প্রেসার হলে আপনি বেশি করে লবণ খেয়ে নিলেন আর আপনার ব্লাড প্রেসার বৃদ্ধি পেল|
উল্টে এর ফলে হাই ব্লাড প্রেসার হওয়ার সম্ভাবনা বেড়ে যায়| তাই সারাদিনের ডায়েটে ২ থেকে ৩ মিলিগ্রাম লবণ থাকতে পারে।

যারা লো ব্লাড প্রেসারে ভুগছেন তাদের উচ্চ কার্বোহাইড্রেট যুক্ত খাবার না খাওয়াই ভাল

গরম পানিতে গোসল না করাই ভাল| বিশেষত বেশি সময়ের জন্যে| এর ফলে মাথা ঘোরা বেড়ে যেতে পারে|
নেহাত যদি শীতের সময় গরম পানিতে গোসল করতেই হয় তাহলে একটা ছোট টুলে বসে গোসল করুন|
তবে টুল থেকে ওঠার সময় ধীরে সুস্থে উঠুন এবং পায়ের পাতা, গোড়ালি আর উরুতে ম্যাসাজ করে নিন|

হাইপোটেনশন এড়াতে খানিক্ষণ পর পর খাবার খান| একেবারে অনেকটা না খেয়ে কিছু সময় অন্তর অল্প পরিমাণে খান

রক্তচাপ বাড়াতে হাঁটু অবধি মোজা পরে থাকলে উপকার পাওয়া যায়| কিন্তু ডাক্তারের পরামর্শ ছাড়া এট করবেন না|

 

 

প্রতিক্ষণ/এডি/তাজিন

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G