ল্যাবে তৈরী হবে শুক্রানু

প্রকাশঃ জুন ৩, ২০১৫ সময়ঃ ৮:১৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৩৭ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক,প্রতিক্ষণ ডটকম

sukranuফরাসি দেশের বিজ্ঞানীরা পৃথিবীতে এই প্রথমবারের মতো ল্যাবে শুক্রাণু তৈরি করে চমক লাগিয়ে দিয়েছেন । বিজ্ঞানীরা জানান যে সব পুরুষের শরীরে শুক্রাণু তৈরি হয় না অর্থাৎ যারা বন্ধ্যা তারা এই সুবিধাটা নিতে পারবেন ।ফরাসি গবেষকরা পুরুষের উর্বর টিস্যু নেন যেটাকে সুপারমাতিগনিয়া বলা হয় ।

এই উর্বর টিস্যুটিকে টেস্ট টিউবের মধ্যে পরিপক্ক শুক্রাণুতে পরিণত করা হয়। একটি জটিল প্রক্রিয়া সম্পন্ন হতে সাধারণত আড়াই মাস পর্যন্ত সময় লাগে ।এই প্রক্রিয়ার ফলে হাজার হাজার বন্ধ্যা পুরুষ উপকৃত হতে পারেন, যারা তাদের নিজস্ব শুক্রাণুর বিকাশ করতে পারবেন না ।

তথ্য সূত্রঃ ডেইলি মেইল

প্রতিক্ষণ/এডি/সালাহউদ্দিন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G