শংকায় সাকিব !

প্রথম প্রকাশঃ ডিসেম্বর ৭, ২০২২ সময়ঃ ২:২০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:২০ অপরাহ্ণ

ক্রীড়া প্রতিবেধক

ইনজুরির শংকায় বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আজ মিরপুরে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওডিআই ম্যাচে সাকিব ৮ রানে করে আউট হলেন। কিন্তু এর আগেই সাকিবের মাথায় তিন বার বল আঘাত করেছে। আর শরীরের বিভিন্ন স্থানেও বল আঘাত করেছে।

তাহলে সাকিব ইনজুরিতে? বিষয়টি সম্পর্কে বিসিবি থেকে কিছু বলা হয়নি দুপুর অবদি। তবে সাবেক ক্রিকেটার ও ধারা ভাষ্যকার আতহার আলী খান জানালেন, সাকিবের মাথার আঘাতটা বড় ধরনেরে। আর শরীরের যে সব স্থানে বল লেগেছে সে ‍গুলোতেও সাকিব বেশ চোট পেয়েছেন।

আগামী ২৪ ঘন্টার আগে সাকিব নিয়ে আগাম কিছু বলা সম্ভব না। এমনও হতে পারে সাকিব তৃতীয় ওডিআই ম্যাচে চট্টগ্রামে নাও খেলতে পারেন।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G