শওকতকে কারাগারে প্রেরণ

প্রকাশঃ আগস্ট ২২, ২০১৫ সময়ঃ ৫:৩৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৩৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

sawkatবিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাংবাদিক ইউনিয়ন নেতা, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদকে নাশকতার মামলায় পুলিশ হেফাজতে তিন দিন জিজ্ঞাসাবাদের পর কারাগারে পাঠানো হয়েছে । গত ১৮ আগস্ট গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়।

শনিবার তাকে ফের ঢাকার আদালতে হাজির করা হলে মহানগর হাকিম ওয়ায়েজ কুরুনি খান চৌধুরী তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শওকত মাহমুদকে নতুন করে রিমান্ড না চেয়ে মামলা শেষ না হওয়া পর্যন্ত আটক রাখার আবেদন জানান মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম।

২০১৫ সালের ৯ জানুয়ারি মগবাজার এলাকার সেলিব্রেশন কমিউনিটি সেন্টারের সামনে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে রমনা থানায় করা একটি মামলায় তাকে রিমান্ডে নিয়েছিল পুলিশ। শনিবার হাকিম আদালতে শওকত মাহমুদের পক্ষে কোনো জামিন আবেদন হয়নি। কারাগারে তার সুচিকিৎসার ব্যবস্থা নিতে আবেদন করেন তার আইনজীবীরা।

সাংবাদিক নেতা শওকত মাহমুদের অন্যতম আইনজীবী এম ফরিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, রোববার অথবা সোমবার তারা ঢাকার মহানগর দায়রা আদালতে জামিনের আবেদন করবেন ।

প্রতিক্ষণ/এডি/এমএস

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G