অভিনেতা অপূর্ব ও শখ দ্বিতীয়বারের মতো একটি নাটকে জুটিবদ্ধ হলেন।
সাখাওয়াৎ মানিক পরিচালিত নাটকটির নাম ‘মুহূর্তগুলো অন্যরকম হয়’। গল্প এবং চিত্রনাট্য করেছেন সেতু আরিফ।
রাজধানীর উত্তরার দিয়াবাড়ি ও একটি শুটিং হাউসে এর চিত্রায়ন সম্পন্ন হয়। একটি খণ্ডচরিত্রে অভিনয় করেছে আফজাল খান।
অপূর্ব বলেন, ‘খুব বেশি কাজ করিনি শখের সঙ্গে। তবে অভিনয়ে শখের মনোযোগ কিংবা ম্যাচিউরিটি আগের চেয়ে অনেক বেড়েছে।
শখ নিয়মিত হলে আরও অনেক ভালো কাজ করতে পারবে সে।’
‘মুহূর্তগুলো অন্যরকম হয়’ নাটকটি আসছে ভালোবাসা দিবসে কিংবা ঈদে একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে।
প্রতিক্ষন/এডি/জেবা