শতকরা ২০ভাগ বৃষ্টি বৃদ্ধি
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশে বিগত কয়েকদিন ধরে ধারাবাহিকভাবে অঝোর ধারায় বর্ষণ হচ্ছে। সাম্প্রতিক বছরগুলো থেকে এ বছর বেশী বৃষ্টি লক্ষ্য করা যায়। আবহাওয়া বিভাগ থেকে জানা গেছে, এ বছর স্বাভাবিকের তুলনায় শতকরা কুড়ি ভাগ বেশী বৃষ্টিপাত হচ্ছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোঃ শাহ আলম বলেন, মৌসুমি লঘূচাপ যখন হয় তখন বৃষ্টিপাত বেড়ে যায়। এ বছর তিনটি লঘূচাপ হয়েছে এখন পর্যন্ত’। এবারের বর্ষা মৌসুমের চরিত্রটা এমন যে আকাশে সূর্য দেখা গেলেও কোনভাবে বলা যাচ্ছে না যে দিনটি রৌদ্রকরোজ্জল থাকবে। যেকোনো মুহূর্তে শুরু হয়ে যেতে পারে মুষলধারে বর্ষণ। মি. আলম বলেন, ‘বৃষ্টিপাত আজ থেকে কিছুটা কমে যাবে, তবে একেবারে চলে যাবে না’।
তবে এ মাসের শেষ দিন থেকে আবার অঝোর বর্ষণ শুরু হবার পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া বিভাগ, যা চলতে পারে পরবর্তী কয়েক দিন পর্যন্ত।
এদিকে ভারী বৃষ্টিপাতের দরুন দেশটির কোথাও কোথাও ভূমিধ্বসের আশঙ্কা তৈরি হয়েছে।ভূমিধ্বসের আশঙ্কায় বান্দরবানে কয়েক হাজার মানুষকে নিরাপদে সরে যাবার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন।
ঝড়ো হাওয়ার কারণে সমুদ্র বন্দরগুলোতে জারী করা হয়েছে ৩নং স্থানীয় সতর্ক সঙ্কেত দেখানো হয়েছে।
প্রতিক্ষণ/এডি/তাফসির