শনিবারেও খোলা থাকবে বেনাপোল বন্দর
জেলা প্রতিনিধি :
আসন্ন বাজেট সংক্রান্ত কার্যক্রম ও রাজস্ব ত্বরান্বিত করার লক্ষে ৮মে থেকে ৩০ জুন পর্যন্ত প্রতি শনিবার বেনাপোল বন্দর খোলা রাখার নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর।
বেনাপোল কাস্টমস হাউস সূত্রে জানা গেছে, জাতীয় রাজস্ব বোর্ডের দ্বিতীয় সচিব মো. শহীদ উল্লাহ স্বাক্ষরিত একপত্রে জাতীয় রাজস্ব বোর্ড ও এর অধীনস্থ অফিসসমূহ খোলা থাকার কথা বলা হয়েছে।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক নিতাই চন্দ্র সেন জানান, জাতীয় রাজস্ব বোর্ডের পত্রের আলোকে বন্দরের সকল কর্মকর্তা-কর্মচারীকে অফিস ও শেড খোলা রাখার নির্দেশ দেয়া হয়েছে। বন্দরের কার্যক্রম চলবে।
প্রতিক্ষণ/এডি/নুর