শনিবার উত্তরা ব্যাংকের বোর্ড সভা

প্রকাশঃ মার্চ ১৯, ২০১৫ সময়ঃ ৩:১৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:১৬ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডট কম

download (3)শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের উত্তরা ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ২১ মার্চ, শনিবার অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ওই দিন কোম্পানিটির বোর্ড সভা বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে।
সভায় ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। আগের বছর ব্যাংকটি বিনিয়োগকারীদের ১৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল।

ব্যাংকিং খাতের এ কোম্পানিটি ১৯৮৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। এর অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে ৬০০ কোটি টাকা ও ৪০০ কোটি ১০ লাখ টাকা।
ব্যাংকটির মোট শেয়ারের মধ্যে পরিচালনা পর্ষদের কাছে ১৩.৯৬ শতাংশ, প্রাতিষ্ঠানিকদের কাছে ৯.৮৮ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৭৬.১৬ শতাংশ শেয়ার।

প্রতিক্ষণ/এডি/রবি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G