পবিত্র শবে বরাত পালিত
ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:
রাজধানীর মতো সারাদেশে ধর্মীয় ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে মুসলমানদের পুণ্যময় রজনী শবে বরাত। এ রাতে বাংলাদেশসহ সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানেরা আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নামাজ আদায়, পবিত্র কোরআন তিলাওয়াত, জিকির, ওয়াজ, দোয়া ও মিলাদ মাহফিলসহ নফল ইবাদত-বন্দেগি পালন করেছেন।
আর শাবান মাসের পরেই আসে পবিত্র মাহে রমজান। শবে বরাত মুসলমানদের কাছে রমজান মাসের আগমনী বার্তা বয়ে আনে।
শবে বরাত উপলক্ষে গতকাল মুসলমানদের বাড়িতে সাধ্যানুযায়ী হালুয়া, পায়েস, রুটিসহ নানা খাবার রান্না করা হয়। এসব খাবার আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশীর বাড়িতে পাঠানো এবং গরিব-দুঃখীর মধ্যে বিতরণ করা হয়। অনেকে মুক্ত হস্তে দান-খয়রাতও করেন।
চট্টগ্রাম: চট্টগ্রামে শবে বরাতকে কেন্দ্র করে নগরীর সব মসজিদ আলোক সজ্জায় সজ্জিত করা হয়। ধর্মপ্রাণ মুসল্লিরা রাতভর ব্যস্ত ছিলেন ইবাদত বন্দেগীতে। মুসল্লিদের জন্য প্রতিটি মসজিদে ছিলো কড়া নিরাপত্তা ব্যবস্থা।
রাজশাহী: রাজশাহীতেও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ধর্মপ্রাণ মুসল্লিরা রাত জেগে দোয়া মাহফিলে অংশ নেয়। এসময় পরিবার পরিজনসহ দেশ ও জাতির মঙ্গল কামনা করে প্রার্থনা করেন তারা।
সিলেট: সিলেটে ওয়াজ, মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে পালিত হয় পবিত্র শবে বরাত। পবিত্র এই রাতে আল্লাহর নৈকট্য লাভের আশায় হযরত শাহজালাল রহমতুল্লাহে আলাইহির মাজারে জড়ো হয়েছিলেন হাজারো ধর্মপ্রাণ মুসলমান।
ময়মনসিংহ: এছাড়া ময়মনসিংহে মুসল্লিরা নামাজ, কোরআন তেলাওয়াত এবং দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে রাতভর ইবাদত বন্দেগী করেছেন। সন্ধ্যা থেকেই তারা শবে বরাতের ইবাদত করতে মসজিদে চলে আসেন।
রংপুর: রংপুরেও মুসলমানরা রাত জেগে জিকির আসগার ও নামাজ আদায় করেন, মহান সৃষ্টিকর্তার নৈকট্য পাবার আশায়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন মসজিদ ও কবরস্থানে বাড়তে থাকে মুসল্লিদের ভিড়।
এছাড়া, দেশের অন্যান্য স্থানেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মুসলিম সম্প্রদায়ের সৌভাগ্যের রজনী পবিত্র শবে বরাত।
শবে বরাত উপলক্ষে বিভিন্ন ধর্মীয় সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করে। ইসলামিক ফাউন্ডেশন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মাগরিবের নামাজের পর থেকে শুরু করে ফজরের নামাজ শেষে আখেরি মোনাজাতসহ রাতব্যাপী লাইলাতুল বরাতের তাৎপর্য নিয়ে আলোচনা, ওয়াজ মাহফিল, দোয়া ও বিশেষ মোনাজাতের আয়োজন করে।
পবিত্র শবে বরাতের এই রাতে পরম করুণাময় আল্লাহ খুলে রাখেন তাঁর দয়ার ভাণ্ডার। আর তাই সুখ-সমৃদ্ধি কামনা এবং নিজের গুনাহ মাফ করিয়ে নিতে আল্লাহ’র রহমত প্রার্থনা করেন বান্দারা।