শরীরের বিনিমেয়ে নারীরা পানি কিনছে !
আন্তর্জাতিকে ডেস্ক
বিশ্ব জুড়েই খাদ্যের সংকট তীব্র। কিন্তু এবার যোগ হয়ে পানি সংকট। কেনিয়ার মানুষ এখন পানির জন্য যুদ্ধ করছে। পানির জন্য নারীরা যেখানে রীতিমত সংগ্রাম করছে। কেনিয়ার রাজধানী নাইরোবির কোনো কোনো অঞ্চলে চরম পানির সংকট দেখা দিয়েছে। সেখান পানি পাওয়া একটা বিরাট চ্যালেঞ্জ। সেখানে সরকারি উদ্যোগে যে খাবার পানি সরবরাহ করা হয়, তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।
যদিও ব্যক্তি পর্যায়ে অনেকে বিভিন্ন স্থানে পানি বিক্রি করছে। কিন্তু সেখান থেকে পানি আনতে গিয়ে অনেক মেয়ে ও নারী তাদের শরীর বিক্রি করতে বাধ্য হচ্ছেন। অনেকে নিরাপত্তাহীনতা ভুগছেন। মেরি এমন একজন। যিনি প্রতিদিন আট ড্রাম পানি বহন করেন। তিনি বলেন, কিবেরা অঞ্চলের অনেক মানুষ গরীব এবং পানির দাম দিতে তারা হিমশিম খেয়ে থাকেন।
এক রাতে পানি আনার সময় একজন বিক্রেতা মেরির ওপর হামলা করেছিল। সেখানে ছিল আরো দুইজন পুরুষ। তারা মেরির পোশাক ছিঁড়ে ফেলেছিল। তার চিৎকার শুনে অন্য নারীরা এগিয়ে আসার আগেই তিনি আক্রান্ত হয়েছিলেন। তবে লজ্জা ও ভয়ের কারণে সেখানের অনেক নারী পুলিশের কাছে যান না।
বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, স্থানীয় পুলিশ বলছে, এই ধরণের মামলায় অভিযোগ গঠন করা খুবই কঠিন। কারণ অধিকাংশ ভুক্তভোগিরা এ ধরণের ঘটনা থানায় রিপোর্ট করেন না। সমস্যা হচ্ছে, পুলিশ কখনো ঢালাওভাবে বা সন্দেহের বষে তদন্ত করে না।
সূত্র : বিবিসি