শরীরে পেঁচানো স্বর্ণবার উদ্ধার

প্রকাশঃ ডিসেম্বর ১৯, ২০১৫ সময়ঃ ১০:০০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:০৩ অপরাহ্ণ

gold_2452762bকুমিল্লার দাউদকান্দি এলাকায় শরীরে হলুদ রঙের স্কচটেপ পেঁচিয়ে স্বর্ণ পাচারের সময় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ৩৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছালাম মিয়া জানিয়েছেন, “গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা ছয়টার দিকে দাউদকান্দির টোলপ্লাজা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকাগামী একটি মাইক্রোবাস আটক করা হয়। এরপর ওই মাইক্রোবাসের দুই যাত্রীর শরীর তল্লাশি করে দেখা যায় তাদের শরীরে স্কচটেপ প্যাঁচানো । পরে স্কচটেপ খুলে মোট ৩৫টি সোনার বার পাওয়া যায়। বারগুলোর মোট ওজন ৪ কেজি ৭৪ গ্রাম। উদ্ধারকৃত স্বর্ণের বারের মূল্য ১ কোটি ২২ লাখ ৫০ হাজার টাকা।”

তিনি আরো বলেন, “আটক দুজন চোরাচালান চক্রের সঙ্গে জড়িত। আর তারা সোনা বহনকারী হিসেবে কাজ করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। আটককৃতরা হলেন, মো. মিলন (২৭) ও কফিল উদ্দিন (২০)। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।”

এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান দাউদকান্দি মডেল থানার ওসি।

প্রতিক্ষণ/এডি/জেবিএম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G