শহীদ মিনারে বিএনপির বিশৃঙ্খলতা
নিজস্ব প্রতিবেদক
দুই বছর পর শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে হাতাহাতি এবং মারধর করেছেন বিএনপির নেতাকর্মীরা। এমনকি জুতা পরে হাঁটার পাশাপাশি জুতা হাতে নিয়ে ছোড়াছুড়ি করতেও দেখা গেছে নেতাকর্মীদের।
রবিবার রাত ১টার পর শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর সময় এ ঘটনা ঘটে।
রাতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াসহ বিএনপির সিনিয়র নেতারা শহীদ মিনারে ফুল দিতে আসেন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকসহ কয়েকজন তাকে এগিয়ে আনতে গেলে তাদের ধাক্কা দিয়েই শহীদ মিনারের দিকে এগোতে থাকেন তারা। তাদের ধাক্কায় ক্রিমিনোলজি বিভাগের অধ্যাপক মো. জিয়াউর রহমান পড়ে গিয়ে আহত হন।
খালেদার ফুল দেওয়ার জন্য নির্দিষ্ট জায়গা রেখেছিলেন আয়োজকরা। কিন্তু সেই স্থানে ফুল না দিয়ে মূল বেদিতে ওঠার চেষ্টা করেন খালেদাসহ দলের নেতাকর্মীরা। নিয়ম ভেঙে মূল বেদিতে ওঠার সময় ব্যারিকেড দেন সেখানে দায়িত্বে থাকা বিএনসিসি ও স্কাউট সদস্যরা। এতে তাদের উপর চড়াও হয়ে ছাত্রদল ও চেয়ারপার্সনের ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরা তাদের মারধর করেন। এতে আহত হন কয়েকজন স্কাউট সদস্য।
খালি পায়ে পা রাখার রেওয়াজ থাকলেও শহীদদের প্রতি এক প্রকার অসম্মান দেখিয়ে শহীদ বেদিতে জুতা নিয়েই ওঠেন তারা। এভাবে বিশৃঙ্খলা ক্রমে বাড়তে থাকে। যখন বেদি থেকে বিএনপি চেয়ারপার্সন ও নেতাকর্মীদের বেদি থেকে নামাতে আইন-শৃঙ্খলা বাহিনী, স্কাউট, বিএনসিসি সদস্যরা চেষ্টা চালাচ্ছিলেন, তখন শহীদ মিনারের ডান পাশ দিয়ে বিশৃঙ্খলভাবে হঠাৎ করে দৌড়ে প্রবেশ করতে থাকেন বিএনপির কিছু নেতাকর্মী।
পরিস্থিতি নিয়ন্ত্রণে এবার ব্যারিকেড তৈরি করেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মাইকে ঘোষণা দেন, আপনারা শান্তভাবে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করুন। কিন্তু বিএনপির নেতাকর্মীরা কারও কথা কর্ণপাত করেননি। চলতে থাকে হাতাহাতি, মারামারি। পরে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কঠোর হস্তক্ষেপে শান্ত হয় পরিস্থিতি।
প্রতিক্ষণ/এডি/এফটি