প্রতিক্ষণ ডেস্কঃ
নাম তার সুলতান। অপরাধের শহর, খুনের শহর, অবিচারের শহরে সে এক নয়া আগন্তুক। তবে এই আগন্তুকই যে গোটা শহর কাঁপাবে, সে আভাসই পাওয়া গেলো ‘শিকারি’র টিজারে।
এই ঈদে কলকাতা ও ঢাকায় মুক্তি পাচ্ছে চলচ্চিত্র ‘শিকারী’।
মুক্তি উপলক্ষে এরই মধ্যে ছবির প্রচার শুরু হয়েছে। এরই অংশ হিসেবে এই টিজার প্রকাশ করা হয়। এর আগে গত বৃহস্পতিবার প্রকাশ করা হয় ছবিটির ‘হারাব তোরে’ শিরোনামের একটি গান। শাকিব খানের নতুন লুক আর শ্রাবন্তীর প্রতি বাংলাদেশি ভক্তদের তৃষ্ণা দুয়ে মিলে বেশ সাড়া ফেলছে ‘শিকারী’।
যৌথ প্রযোজনার এ চলচ্চিত্রের গল্প লিখেছেন বাংলাদেশের আবদুল্লাহ জহির বাবু ও কলকাতার পেলে ব্যানার্জি। চলচ্চিত্রটি যৌথভাবে পরিচালনার কথা বলা হলেও সেখানে শুধু কলকাতার জয়দেবের নামই দেখা গেছে, বাংলাদেশের পরিচালক জাকির হোসেন সীমান্তের নাম টিজারে দেখা যায়নি।
ছবিটিতে শাকিব-শ্রাবন্তী ছাড়াও আরো অভিনয় করছেন- বাংলাদেশের অমিত হাসান, রেবেকা, শিবাসানু, সুব্রত এবং কলকাতার সব্যসাচী চক্রবর্তী, রুদ্র প্রতাপ, সুপ্রিয় দত্ত, লিলি চক্রবর্তী, খরাজ মুখার্জি, রাহুল প্রমুখ।
https://www.youtube.com/watch?v=0067r5RDy2E
প্রতিক্ষণ/এডি/অারএম