শাকিব তার ক্যারিয়ারে অনেক নায়িকার সঙ্গে ছবি করেছেন। এখনও করছেন। কিন্তু অপু বিশ্বাসের প্রায় ছবির নায়ক শাকিব খান। কেন শাকিব খান ছাড়া অপুকে সচরাচর অন্য নায়কের সঙ্গে দেখা যেত না? এমন প্রশ্নের মুখোমুখি অপুকে অনেকবারই হতে হয়েছে।
জবাবে তিনি থেকেছেন নীরব বা কৌশলী। তবে জাগো নিউজের ফেসবুক পেজের লাইভে এসে আজ বুধবার (৫ জুলাই) অপু বিশ্বাস বলেন, ‘আমাদের জুটির চাহিদার জন্যই যারা আমাকে চুক্তি করাতো তারা শাকিবের সঙ্গে আমাকে বেশি চাইত। তাই ওর সঙ্গেই এত কাজ করার সুযোগ হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমি তো শাকিবের ঘরের বউ ছিলাম তাই আমার কিছু দায়িত্ব ছিল। আমাকে অনেক সময় পরিবারের কাজে সময় দিতে হতো। আমি একটু আড়ালে চলে যেতাম। তখন শাকিব অন্য নায়িকাদের সঙ্গে কাজ করেছে। আমার সঙ্গে গ্যাপ হয়েছে। পরে আমি ব্যাক করে আবারও শাকিবের সঙ্গে ছবি করেছি।’
অপু বলেন, ‘তবে শাকিব ছাড়াও আমি মান্না ভাই, ইমন, আমিন খান ভাই, রিয়াজ ভাই, সম্রাটদের সঙ্গে কাজ করেছি। শাকিব আমাকে কখনও ফোর্স করেনি যে অন্য কারো সাথে কাজ করতে পারব না। আমি স্বাধীন ছিলাম।’
বিকেল ৩টা থেকে শুরু হওয়া লাইভটিতে অপু বিশ্বাসের সঙ্গে উপস্থাপিকা হিসেবে ছিলেন লাক্স সুন্দরী আমব্রিন। লাইভে অপু জানিয়েছেন. ‘রাজনীতি’ ছবির নানা বিষয়, চলচ্চিত্রের বর্তমান অবস্থা, চলচ্চিত্র নিয়ে অপু বিশ্বাসের ভবিষ্যৎ পরিকল্পনা ও ব্যক্তিজীবনের নানা গল্প।
সূত্র: জাগো