হঠাৎ করে আজ একটি বেসরকারী টিভি চ্যানেলে অপু-শাকিবের বিয়ের কথা ফাঁস করলেন চিত্রনায়িকা অপু। এ সময় তার সাথে একটি বাচ্চাও দেখা গেছে; যাকে শাকিব-অপুর সন্তান বলে দাবি করেছেন অপু। যার নাম শাকিব রেখেছিল আব্রাহাম খান জয়।
এ খবরটি প্রকাশ হওয়ার পর দেশজুড়ে বিষয়টি নিয়ে হৈ চৈ পড়ে যায়। শাকিব বিয়ের বিষয়টি স্বীকার করলেও অপুর ওপর ক্ষোভ প্রকাশ করে বলেন, সন্তানের দায়িত্ব নেবেন তবে অপুর দায়িত্ব তিনি নেবেন না।
এ প্রসঙ্গে অপুর কাছে জানতে চায়লে তিনি বলেন, ‘এসব হাস্যকর কথা। আমাকে শাকিব অনেক শাস্তিই দিয়েছে। নতুন করে আর কী শাস্তির ভয় দেখাবে। সময়ই বলে দেবে কে কার দায়িত্ব নেয়। আমি আর ভয় পাই না। সময়ের হাতেই সব ছেড়ে দিয়েছি।’
অপু আরও বলেন, ‘ওকে ভালোবেসে সব দায়িত্বই আমি পালন করেছি প্রেমিকা হিসেবে, স্ত্রী হিসেবে। আমার পক্ষে আর গোপনে থাকা সম্ভব হচ্ছিল না। সন্তানের স্বার্থেই আমাকে প্রকাশ্যে আসতে হলো।’
অপু বিশ্বাস জানান, আজ রাতে তার বাসায় সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন তিনি। সেখানে জানাবেন আরও অনেক অজানা কথা।
https://www.youtube.com/watch?v=QMYjeNmMmEo
প্রতিক্ষণ/এডি/শাআ