শাকিব খান, বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক। তার ছবি ছাড়া কোনো বছর কল্পনা করা যায় না। তবে এ বছর এখনো কোনো নতুন ছবি মুক্তি না পেলেও, ইউটিউবে প্রকাশ পেয়েছে নতুন ছবি ‘শাহেন শাহ’র টিজার।
লাইভ টেকনোলজির ইউটিউব চ্যানেলে গতকাল রাতে প্রকাশ করা হয় ছবির এক মিনিট ১২ সেকেন্ডের টিজারটি। টিজারে ভারি গলায় সবাইকে মৃত্যুপুরীতে স্বাগত জানান শাকিব খান। শাকিব খানকে রোমান্টিক ও অ্যাকশন লুকে দেখা যায় টিজারে। মিশা সওদাগরকে দেখা গেছে ভিন্ন লুকে। তা ছাড়া একসময়ের জনপ্রিয় নায়ক উজ্জ্বলও এই ছবির মাধ্যমে চলচ্চিত্রে ফিরেছেন দীর্ঘদিন পর।
ছবিটি প্রযোজনা করেছে শাপলা মাল্টিমিডিয়া। শামীম আহমেদ রনী পরিচালিত এ ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করছেন দুই নায়িকা নুসরাত ফারিয়া ও রোদেলা জান্নাত। ছবিতে আরো অভিনয় করেছেন তারিক আনাম খান, চিত্রনায়ক উজ্জ্বল, মিশা সওদাগর, আহমেদ শরীফ, মিশা সওদাগর প্রমুখ।
প্রতিক্ষণ/এডি/শাআ