চাদে বোমা হামলায় নিহত ২৩

প্রকাশঃ জুন ১৬, ২০১৫ সময়ঃ ১০:১০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:১৮ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

boma blastমধ্য আফ্রিকার দেশ চাদে জোড়া আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক।

সোমবার রাজধানী এনডজামেনায় পুলিশ সদর দফতরের সামনে এ হামলার ঘটনা ঘটে বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, হামলাকারীরা একটি মোটরসাইকেলে এসে পুলিশের দুটি ভবনের বাইরে বিস্ফোরণ ঘটায়।

এই হামলার জন্য নাইজেরিয়ার জঙ্গি গোষ্ঠী বোকো হারামকে দায়ী করেছে শাদ সরকার। তবে এই ব্যাপারে এখনো কোনো মন্তব্য করেনি বোকো হারাম। হামলার পর পুলিশ সদরদপ্তরে বাইরে বহু লাশ পড়ে থাকতে দেখা যায়। এসময় হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটিও এক পাশে পড়ে থাকতে দেখা যায়।

বোকো হারাম বিরোধী যুদ্ধে নাইজেরিয়াকে সাহায্য করছে শাদ। তবে এর আগে বোকো হারামের দিক থেকে শাদে বেশ কয়েকবার হামলা চালানো হলেও রাজধানীতে এবারই প্রথম হামলা হলো।

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G