শান্তিতে নোবেল পেয়েছে ন্যাশনাল ডায়ালগ কোয়ার্টেট
আন্তর্জাতিক ডেস্ক
এ বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে তিউনিশিয়ার ন্যাশনাল ডায়ালগ কোয়ার্টেট নামের একটি সংগঠন। শুক্রবার স্থানীয় সময় সকাল ১১টায় নরওয়ের অসলোতে দ্য নরওয়েজিয়ান নোবেল কমিটি সংগঠনটির নাম ঘোষণা করেছে।
বিশ্বের সর্বোচ্চ এ সম্মাননার জন্য এ বছর ২৭৩টি আবেদন জমা পড়ে। এর মধ্যে বিভিন্ন দেশের ২০৫ জন ব্যক্তি ও ৬৮ টি সংগঠন এ পুরস্কারের জন্য আবেদন করে।
গত বছর শান্তিতে যৌথভাবে নোবেল পুরস্কার লাভ করেন পাকিস্তানের মানবাধিকার কর্মী মালালা ইউসুফ জাই (১৭) এবং ভারতের শিশু অধিকার কর্মী কৈলাশ সত্যার্থী (৬০)।
এর আগে, ২০০৬ সালে প্রথম বাংলাদেশি হিসেবে ড. মুহাম্মদ ইউনূস শান্তিতে নোবেল পুরস্কার পান। ১৯০১ সালের পর থেকে এখন পর্যন্ত মোট ১০৩ জন ব্যক্তি ও ২৫ টি প্রতিষ্ঠানকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।
প্রতিক্ষণ/এডি/এনজে