শান্তিপূর্ণ পরিবেশে চুয়াডাঙ্গায় ভোটগ্রহণ
চুয়াডাঙ্গা প্রতিনিধি
শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে চুয়াডাঙ্গা জেলার চারটি পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ চলছে।
সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোটাররা স্বতঃস্ফুর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। চলবে বিকাল ৪টা পর্যন্ত।
চুয়াডাঙ্গা সদর, দর্শনা, আলমডাঙ্গা ও জীবননগর- এ চারটি পৌরসভার বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, প্রচন্ড শীত উপেক্ষা করে নারীরা লাইনের পর লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। চারটি পৌরসভার মোট ৭২টি কেন্দ্রের ৪০৪ টি বুথে সকাল ৮ থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
চুয়াডাঙ্গা সদরসহ এই ৪টি পৌরসভায় মোট ভোটার ১ লাখ ২৪ হাজার ৪৪৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬১ হাজার ২০৪ জন ও মহিলা ভোটার ৬৩ হাজার ২৪৫ জন। চুয়াডাঙ্গার চারটি পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়ছেন ১৭ জন, সাধারণ কাউন্সিলর পদে ১৬৬ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে লড়ছেন ৫৫ জন প্রার্থী।
এদিকে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চুয়াডাঙ্গার প্রতিটি পৌরসভায় ৪ জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১ জন করে বিচারিক ক্ষমতা প্রাপ্ত ম্যাজিস্ট্রেট, ২ প্লাটুন বিজিবি ও ১০টি করে পুলিশের মোবাইল টিম দায়িত্ব পালন করছেন। পাশাপাশি রয়েছে র্যাব ও পুলিশের বেশ কয়েকটি স্ট্রাইকিং ফোর্স।
প্রতিক্ষণ/এডি/এফটি