শাবি শিক্ষক সমিতির সভাপতি হলেন কবীর হোসেন

প্রথম প্রকাশঃ জানুয়ারি ২২, ২০১৫ সময়ঃ ১০:৪১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৪১ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক,প্রতিক্ষণ ডটকম:

download (1)সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) শিক্ষক সমিতির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. কবীর হোসেন। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আব্দুল গণি।

বুধবার রাত সাড়ে ১১টার দিকে নির্বাচন কমিশনার আব্দুল আওয়াল বিশ্বাস এ ফলাফল প্রকাশ করেন।

ফলাফল অনুযায়ী ১১টি পদের মধ্যে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ৮টিতে আওয়ামীপন্থী মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক প্যানেল জয় পেয়েছে। জয়ীরা হলেন— সহ-সভাপতি পদে গণিত বিভাগের অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, সদস্য পদে সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. এইচ এম বেলায়েত হোসেন, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক মহিবুল আলম, ফরেস্টি এ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক মিজানুর রহমান, নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মনি পাল এবং বায়োকেমিস্ট্রি এ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের প্রভাষক ড. আবুল কালাম আজাদ।

বিএনপি-জামায়াতপন্থী মহান মুক্তিযুদ্ধ, জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী শিক্ষকদের প্যানেল তিনটি পদে জয়লাভ করে।
জয়প্রাপ্তরা হলেন— যুগ্ম-সম্পাদক পদে রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম, কোষাধ্যক্ষ পদে পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. তাজউদ্দিন ও সদস্য পদে জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন।

আওয়ামীপন্থী অপর প্যানেল মহান মুক্তিযুদ্ধের চেতনায় ও মুক্তচিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকরা কোনো পদেই জয়লাভ করতে পারেননি।
বুধবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়।

প্রতিক্ষণ/এডি/মালেক

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G