শাবি সাংবাদিক হামলায় কুবিতে মানববন্ধন

প্রথম প্রকাশঃ এপ্রিল ১০, ২০১৭ সময়ঃ ৮:৫২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৩৫ অপরাহ্ণ

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

যৌন হয়রানির প্রতিবাদ করায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই সাংবাদিকের ওপর ছাত্রলীগের হামলার ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানিয়ে মানববন্ধন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস)।

বেলা দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, যৌন হয়রানির প্রতিবাদ করায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনা সত্যি ন্যাক্কারজনক ও নিন্দনীয়। এ হামলায় অভিযুক্তদের দ্রুত বিচারের আওতায় এনে এবং যত দ্রুত সম্ভব সরকারের ভাবমূর্তি নষ্টকারী ছাত্রলীগ নামধরী এসব সন্ত্রাসীদেরকে শাহজালাল বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করে ন্যায় বিচারের দৃষ্টান্ত স্থাপন করা হোক।

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মোহাম্মদ শফিউল্লাহ, সাধারণ সম্পাদক মতিউর রহমানসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। এ সময় মানববন্ধনের সাথে একাত্মতা পোষণ করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, থিয়েটার, প্রতিবর্তন, ডিবেটিং ক্লাব, সায়েন্স ক্লাব, পোডিয়ামসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।

প্রতিক্ষণ/এডি/সাই

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G