বাংলাদেশকে নিয়ে শার্লি হেবদোতে কার্টুন

প্রকাশঃ জানুয়ারি ১৬, ২০১৫ সময়ঃ ৩:১১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:১৬ অপরাহ্ণ

sharliনিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

ফরাসি ব্যাঙ্গাত্মক সাময়িকী শার্লি হেবদোর অফিসে ইসলামপন্থি বন্দুকধারীদের হামলায় ১২ জন নিহত হবার পর তারা প্রথম যে সংখ্যাটি বের করেছে—তাতে বাংলাদেশকে নিয়েও একটি কার্টুন আছে। নবী হযরত মুহাম্মদ (সা.)-এর একটি কার্টুন দিয়ে প্রচ্ছদ করা এই সংখ্যাটি ৫০ লাখ কপি  ছাপা হয়েছে। খবর বিবিসি’র।

কার্টুনটিতে বাংলাদেশের রফতানিমুখী তৈরি পোশাক শিল্পের প্রতি ইঙ্গিত করা হয়। দেখা যাচ্ছে একটি পোশাক কারখানায় খালি গায়ে এবং ছেঁড়া প্যান্ট পরা কয়েকজন লোক টি শার্ট সেলাই করছে। সেই টি-শার্টের ওপর ফরাসি ভাষায় লেখা ‘জে সুইস শার্লি’, অর্থাত্ ‘আমিই শার্লি’ যা গত ৭ জানুয়ারির ওই আক্রমণের পর পত্রিকাটির সাথে সংহতি প্রকাশের একটি জনপ্রিয় স্লোগান হিসেবে সারা দুনিয়ায় রাতারাতি পরিচিত হয়ে ওঠে।

কার্টুনে শিরোনামে ফরাসি ভাষায় বলা হচ্ছে, ‘পেন্ডান্ট সে টেম্পস আউ বাংলাদেশ’ যার অর্থ অনেকটা ‘অন্যদিকে দেখুন বাংলাদেশে কি হচ্ছে..’ দৃশ্যত বোঝানো হচ্ছে যে শার্লি হেবদোর সঙ্গে সংহতি প্রকাশের হিড়িকে ওই স্লোগানওয়ালা টি শার্টের বিক্রি বেড়েছে এবং তাতে বাংলাদেশের পোশাক কারখানাগুলো ভালোই ব্যবসা করে নিচ্ছে। তাই টি-শার্ট সেলাই করতে ব্যস্ত সহাস্য একজন বলছে, ‘ডে টোউট কোয়েউর অ্যাভেক ভাউস’ অর্থাত্ আমরা সর্বান্তকরণে আপনাদের সাথে আছি। দুই আলজেরিয়ান বংশোদ্ভূত ফরাসি নাগরিকের চালানো ওই হামলায় পত্রিকাটির সম্পাদক এবং কয়েকজন কার্টুনিস্টকে হত্যা করা হয়। হামলাকারীরা দাবি করে, হযরত মুহাম্মদ (সা.) এর ব্যাঙ্গাত্মক কার্টুন ছাপানোর কারণেই হামলা করা হয়েছে।

প্রতিক্ষণ/এডি/মিরাজ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G