শাহজালালে আট স্বর্ণের বার উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম
শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে ডাকবিভাগের মাধ্যমে আসা একটি পার্সেলের ভেতর থেকে ৮টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক বিভাগের কর্মকর্তারা।
মঙ্গলবার রাতে সিঙ্গাপুর এয়ার লাইন্স এসকিউ-৪৪৬ ফ্লাইটে ওই পার্সেলটি আসলে ডাকবিভাগ কর্মমকর্তাদের সন্দেহ হলে বুধবার সকালে স্ক্যানিং করে ওই স্বর্ণগুলো উদ্ধার করা হয়।
শুল্ক গোয়েন্দা বিভাগ ও বাংলাদেশ ডাকবিভাগের যৌথ উদ্যোগে ওই স্বর্ণ উদ্ধার করা হয় বলে বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর শাখার সহকারী পোস্ট মাস্টার জেনারেল (মেইল এন্ড সর্ডিং বিভাগ) শরীফ লতিফ।
তিনি বলেন, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে রাষ্ট্রীয় ডাকযোগে সিঙ্গাপুর এয়ার লাইন্স এসকিউ-৪৪৬ ফ্লাইটে একটি পার্সেল আসে। সাধারণত স্ক্যানিংয়ের জন্য আমরা রাতে আসা পার্সেলগুলো মেইল এন্ড সর্ডিং বিভাগে আটকে রাখি। সকালে শুল্ক গোয়েন্দা বিভাগের সহায়তায় ওই পার্সেলটি স্ক্যানিং করতে গিয়ে সিগন্যাল আসে।
পরে পার্সেলটি খুলে ভেতরে একটি সনি ভিডিও গেম কনসোল দেখা যায়। পরে সন্দেহ হলে কনসোলটি খুলে ৮টি বার উদ্ধার করা হয়। তিনি বলেন, এই স্বর্নের ওজন প্রায় ৯০০ গ্রাম। এর বাজার মূল্য প্রায় ৪৫ লাখ টাকা।
তিনি আরও জানান, আইটিসি এবিসি প্রাইভেট লিমিটেড, ৩৫ কিন্টারোড সিঙ্গাপুর থেকে পার্সেলটি পাঠিয়েছেন দুলাল নামে এক ব্যক্তি। তিনি মো. আবু আলম নামে হৃদয় ইলেক্ট্রনিক্স ২৫ বাইলতুল মোকাররম, এর ঠিকানায় পাঠিয়েছেন। শুল্ক ও গোয়েন্দা বিভাগের এসিস্ট্যান্ট কমিশনার উম্মে নাহিদা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রতিক্ষণ/এডি/রেজা