শাহজালালে আবারো স্বর্ণ উদ্ধার

প্রকাশঃ মার্চ ১০, ২০১৫ সময়ঃ ৪:১৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:১৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

goldহযরত শাহজালাল অন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে এক কেজি স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে বিমানবন্দর পোস্ট অফিসে ডিভিডি প্লেয়ারের ভেতর থেকে এ স্বর্ণ উদ্ধার করা হয়। দুবাই থেকে পোস্ট অফিসের মাধ্যমে এ স্বর্ণগুলো পাচারকারীরা পাঠিয়েছিল বলে জানা গেছে।

তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

কাস্টমস কর্তৃপক্ষের সহকারী রাজস্ব কর্মকর্তা মোস্তফা জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিমানবন্দর পোস্ট অফিসের মাধ্যমে দুবাই থেকে মোহাম্মদ নামের এক ব্যক্তির কাছে একটি ডিভিডি প্লেয়ার আসে। এমিরেটস এয়ারলাইন্সের ইকে ৫৮২ ফ্লাইটে সোমবার রাতে ডিভিডি প্লেয়ারটি আসে। এরপর ফ্লাইটের মালামাল পোস্ট অফিসে বুঝিয়ে দেয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস কর্তৃপক্ষের একটি দল পোস্ট অফিসে অভিযান চালিয়ে ডিভিডি প্লেয়ারের ভেতর থেকে কৌশলে লুকানো অবস্থায় ১০ তোলা ওজনের ৮পিস স্বর্ণেরবার উদ্ধার করা হয়।

প্রতিক্ষণ /এডি/বাবুল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G