শাহজালালে পোস্টঅফিস’র পার্সেলে ৪০ স্বর্ণের বার উদ্ধার
হযরত শাহজালাল বিমানবন্দর পোস্টঅফিস’র (বৈদেশিক শাখা) একটি পার্সেল থেকে ৪০টি স্বর্ণের বার উদ্ধার হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণের বারের ওজন সাড়ে চার কেজি। এর মূল্য দুই কোটি ২৫ লাখ টাকা।
কাস্টমসের সহকারী কমিশনার রহুল আমিন জানান, সকাল সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিদেশ থেকে পোস্ট অফিসে পাঠানো একটি পার্সেল থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার হয়। পার্সেলটি ঢাকার নূর ইলেকট্রনিক্স’র নামে পাঠানো হয়েছিল। প্রাইভেটকারের ভিতরে কার্বোরেটরের নিচেই লুকানো ছিল স্বর্ণের বারগুলো।
এর আগেও গত সোমবার বিদেশ থেকে পাঠানো আরেকটি পার্সেল থেকে দুই কোটি টাকার স্বর্ণ উদ্ধার হয়।
প্রতিক্ষণ/এডি/কমলা