শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
বিরোধী জোটের অবরোধের মধ্যে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান সেলিম ভূঁইয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার দুপুরে শনির আখড়ার এ কে ডিগ্রি কলেজ থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিএনপি সমর্থক পেশাজীবী সংগঠন শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের জোটের অতিরিক্ত মহাসচিব জাকির হোসেন জানান, শনির আখড়ার এ কে ডিগ্রি কলেজ থেকে অধ্যক্ষ সেলিম ভূঁইয়াকে পুলিশ তুলে নিয়ে যায়।
সেলিম ভূঁইয়া তখন শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে ছিলেন বলে জানান জাকির।
যাত্রাবাড়ী থানার ওসি অবণী শংকর বিএনপি সমর্থক পেশাজীবী নেতাকে আটকের খবর জানালেও তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে কিছু এখনি বলতে রাজি হননি।
এদিকে অবরোধের মধ্যে শনিবার চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক অহিদুল ইসলাম বিশ্বাসকে পুলিশ গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকাল ১১টায় তাকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
চুয়াডাঙ্গার পুলিশ সুপার রশীদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অহিদুলের বিরুদ্ধে পুলিশের গাড়িতে বোমা হামলা ও ট্রাক ভাংচুরে উসকানি দেয়ার অভিযোগ রয়েছে।
অহিদুলকে আটকের আগে পুলিশ একই স্থান থেকে ওলামা দলের আহ্বায়ক আনোয়ার হোসেনকেও গ্রেফতার করে। সকাল সাড়ে ১১টায় অহিদুল তার বাড়িতে ব্যক্তিগত কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকেছিলেন অহিদুল। তবে তার আগেই তাকে গ্রেপ্তার করা হয়।
প্রতিক্ষণ/এডি/ঝর্না