চুয়েট প্রতিনিধি :
প্রচলিত শিক্ষা লাভের পাশাপাশি উদ্ভাবন ও সৃজনশীল কর্মকান্ডে শিক্ষার্থীদের সম্পৃত্বতা বাড়ানো জরুরী বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযু্িক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মো: জাহাঙ্গীর আলম।
বৃহস্পতিবার চুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে এ উপলক্ষে আয়োজিত আনন্দ র্যালির উদ্ভোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে ভিসি বলেন, নবীন প্রকৌশলীদেরকে প্রচলিত শিক্ষার পাশপাশি উদ্ভাবনীমূলক কর্মকান্ড নিরন্তর চালিয়ে যেতে হবে। যে গবেষণায় উপকৃত হবে প্রকৌশল ও প্রযুক্তির ক্ষেত্র।
তিনি আরো বলেন, রোবোটিক্স গবেষণায় চুয়েটের ছাত্র-ছাত্রীরা দেশে-বিদেশে ব্যাপকভাবে সুনাম কুড়িয়েছে। মেকানিক্যাল বিভাগের চলমান অগ্রযাত্রায় সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে অগ্রগতি আরো বহুগুনে বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
বিশেষ অতিথি ছিলেন মেকানিক্যাল অনুষদের ডীন প্রফেসর ড. বদিউস সালাম, ইনস্টিটিউট অব এনার্জি টেকনোলজি’র ডিরেক্টর প্রফেসর ড. মো: তাজুল ইসলাম। সভাপতিত্ব করেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ড. মো: আব্দুল ওয়াজেদ।
প্রতিক্ষণ/এডি/নুর