শিক্ষায় করারোপ উন্নয়ন বিরোধী

প্রকাশঃ জুন ২৪, ২০১৫ সময়ঃ ১:৩৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৩৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

hanifপ্রস্তাবিত ২০১৫-১৬ অর্থবছরের বাজেটে ওপর আলোচনায় সরকার দলীয় সংসদ সদস্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেন, বাজেটে শিক্ষার ওপর ১০ শতাংশ মূল্য সংযোজন করা হয়েছে, যা বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের বিরোধী। বাজেট পাসের সময় এ করারোপের সিদ্ধান্ত থেকে বেরিয়ে আসারও দাবি করেন তিনি।

বুধবার দুপুরে জাতীয় সংসদে প্রস্তাবিত ২০১৫-১৬ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় তিনি এ কথা বলেন।

হানিফ বলেন, দেশে কর ফাঁকি দেওয়ার প্রবণতা এখনো রয়ে গেছে। কর আদায়ের যেসব ব্যবস্থা নেওয়া হয়েছে তার জন্য ধন্যবাদ। তবে প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে যেকোনো ধরনের দুর্নীতি, মুক্ত করতে হবে। কোনো ধরনের দুর্নীতির কাছে আমরা মাথা নত করতে পারবো না।

তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে যে উন্নয়ন হচ্ছে এই ধারা অব্যাহত থাকলে অচিরেই বাংলাদেশ বিশ্বে উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে।

প্রতিক্ষণ/এডি/ফাহিম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G