শিক্ষা সপ্তাহ উপলক্ষে খাগড়াছড়িতে নানা আয়োজন

প্রকাশঃ ফেব্রুয়ারি ৪, ২০১৬ সময়ঃ ৪:৩৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:০০ অপরাহ্ণ

খাগড়াছড়ি প্রতিনিধি

indexশিক্ষকরাই এদেশের প্রধান কারিগর। শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা্ই পারে এ দেশকে মানসম্মত শিক্ষা ও সু-শিক্ষিত জাতি উপহার দিতে। “মানসম্মত শিক্ষা জাতির প্রতিজ্ঞা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০১৬ উপলক্ষে র‌্যালী শেষে বৃহস্প্রতিবার সকালে খাগড়াছড়ি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা এসব কথা বলেন।

শিক্ষার চাহিদা বৃদ্ধি পেয়েছে কিন্তু মানসম্মত শিক্ষা বাড়েনি উল্লেখ করে এ সময় তিনি আরো বলেন, শিক্ষকরাই জাতির মেরুদন্ড। বর্তমান সরকার ২০২১ সালের মধ্যে এ দেশকে নিয়ে মধ্য আয়ের যে স্বপ্ন বাস্তবায়নে কাজ করছে তার অংশীদার শিক্ষকরাও। শিক্ষকদের বেতন ও বিভিন্ন সুবিধা বৃদ্ধির কথা মাথায় রেখে সরকার কাজ করছেন বলে তিনি জানান।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রাথমিক শিক্ষা বিভাগের আহবায়ক মংক্যচিং চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন-খাগড়াছড়ি পুলিশ সুপার মো: মজিদ আলী বিপিএম ,খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আ.ন.ম নাজিম উদ্দিন,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো: মামুন কবির ও খাগড়াছড়ি উপজেলা চেয়ারম্যান চুমনি চাকমা প্রমূখ।

আলোচনা সভা চলাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরকারের উদ্যোগ ও অগ্রযাত্রার চিত্র প্রত্যক্ষ করেন উপস্থিত নেতৃবৃন্দরা। আলোচনা সভার পূর্বে প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০১৬ উপলক্ষে র‌্যালীটি পৌর টাউন হল প্রাঙ্গন থেকে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে খাগড়াছড়ি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।  

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G