শিবিরের বিরুদ্ধে রুল, তাজুল ও জামায়াতকে সতর্ক

প্রকাশঃ মে ৪, ২০১৫ সময়ঃ ২:১৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:১৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

courtআদালত অবমাননার অভিযোগে শিবির সভাপতি আব্দুল জব্বার ও সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমানের বিরুদ্ধে রুল জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

রুলে তাদের বিরুদ্ধে কেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে। আগামী তিন সপ্তাহ অর্থাৎ ২৪ মের মধ্যে শিবিরের দুই নেতাকে এ রুলের জবাব দিতে হবে।

অন্যদিকে নি:শর্ত ক্ষমা প্রার্থনা করায় জামায়াত নেতাদের আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলামকে এবং ব্যাখ্যা গ্রহণযোগ্য হওয়ায় তিন জামায়াত নেতাকে ক্ষমা করে দিয়েছেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে তাদেরকে ভবিষ্যতের জন্য এ ধরনের কাজ থেকে বিরত থাকতে সতর্ক করে দেওয়া হয়।

ক্ষমাপ্রাপ্ত জামায়াত নেতারা হচ্ছেন- জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমেদ, ভারপ্রাপ্ত নায়েবে আমির মুজিবুর রহমান ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ড. শফিকুর রহমান।

দুই শিবির নেতার ব্যাখ্যা গ্রহণযোগ্য হয়নি উল্লেখ করে সোমবার (৪ মে) এসব আদেশ দেন চেয়ারম্যান এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল।

অ্যাডভোকেট তাজুল ইসলাম ছাড়াও জামায়াত-শিবির নেতাদের পক্ষে অ্যাডভোকেট শিশির মো. মনির ও তারিকুল ইসলাম ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। প্রসিকিউশনের পক্ষে উপস্থিত ছিলেন প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ ও তাপস কান্তি বল।

 

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G