প্রতিক্ষণ ডেস্ক
বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে বুধবার(১২ আগস্ট) বিকাল সাড়ে ৪টায় শুরু হচ্ছে লালনগীতির আসর। এই আসরে লালন সাঁইজির কালাম পরিবেশন করবেন খ্যাতিমান শিল্পী শফি মণ্ডল, সমির বাউল, আরিফ বাউল, রিংকু, বিউটি, লায়লা, মৌসুমী, হামিদা, পূজা ও অনেকে।
স্বনামধন্য কণ্ঠশিল্পী সমির বাউলের নাতনী সাউদা(২) ব্লাড ক্যানসারে আক্রান্ত। তার চিকিৎসার্থে আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠান।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
এরইমধ্যে অনুষ্ঠান উপলক্ষে টিকিট দেয়া শুরু হয়েছে। টিকিটের মুল্য নির্ধারণ করা হয়েছে টিকিটের মূল্য রাখা হচ্ছে ২০০০, ১০০০, ৫০০ ও ২০০ টাকা । টিকিট পাওয়া যাবে কফি হাউজ (শিল্পকলা একাডেমি), ব্যাং (ফ্যাশন হাউজ, আজিজ মার্কেট), সালিমাবাদ টেলিকম (জুবলি মার্কেট, বাংলাবাজার) ও লালন একাডেমি (মিরপুর শাহ আলী দরবার শরিফ)। অনুষ্ঠান শুরুর আগে মিলনায়তনেও টিকিট পাওয়া যাবে।
প্রতিক্ষন/এডি/ইম