শিল্পী সমিতির নতুন কমিটিকে শাবনূরের শুভেচ্ছা

প্রথম প্রকাশঃ জুলাই ২৩, ২০১৭ সময়ঃ ১১:৫৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৫৭ পূর্বাহ্ণ

চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটিকে শনিবার সন্ধ্যায় ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী শাবনূর। এসময় উপস্থিত ছিলেন বর্তমান কমিটির সাধারণ সম্পাদক জায়েদ খান, সহসভাপতি নায়ক রিয়াজ ও কার্যনির্বাহী কমিটির সদস্য পপি।

শাবনূর বলেন, চলচ্চিত্রের বর্তমান অবস্থা খুব খারাপ। নতুন কমিটি আবার সিনিয়রদের এফডিসিতে ফিরিয়ে আনছে। গুণীদের সম্মান দিচ্ছে। এটা ইতিবাচক। সবাইকে মিলেমিশে সমস্যা মোকাবিলা করে সিনেমার সুদিন ফিরিয়ে আনতে হবে।

রিয়াজ বলেন, শাবনূর ঢাকাই ছবির জন্য কী তা নতুন করে বলা বোকামি। তার মতামত, পরামর্শ ও সমর্থন আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। অনেকদিন পর তাকে পেয়ে, তার সঙ্গে আড্ডা দিয়ে খুব ভালো লাগলো।

জায়েদ খান বলেন, শাবনূর আপাকে অনেকদিন পর আমাদের সঙ্গে পেয়ে আনন্দিত। উনার মতো গুণী শিল্পী এই সংকট মুহূর্তে নির্দেশনা দিলে উৎসাহ পাবো।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G