শিল্পী সমিতির নতুন সদস্য ফেরদৌসের শপথ

প্রথম প্রকাশঃ জুলাই ৮, ২০১৭ সময়ঃ ১১:৫৩ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৫৩ পূর্বাহ্ণ

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস আহমেদ আজ এফডিসিতে শিল্পী সমিতির নতুন সদস্য হিসেবে শপথ বাক্য পাঠ করবেন। চিত্রনায়িকা মৌসুমী স্বেচ্ছায় শিল্পী সমিতির সদস্যপদ থেকে পদত্যাগ করায় তার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন ফেরদৌস।

এ বিষয়ে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও চিত্রনায়ক জায়েদ খান বলেন, আজ শনিবার বিকেল ৩টায় এফডিসিতে শিল্পী সমিতির নতুন সদস্য হিসেবে শপথ বাক্য পাঠ করবেন ফেরদৌস। আমাদের কমিটির মিটিংয়ে তাকে কার্যনির্বাহী সদস্য দেয়ার বিষয়টি চূড়ান্ত হয়েছে।

গত ৫ মে শিল্পী সমিতির নির্বাচনে জয়ী হয় মিশা সওদাগর-জায়েদ খান প্যানেল। তার আগে ওমর সানির প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে নির্বাচনে অংশ নিতে চেয়েছিলেন ফেরদৌস। পরে তিনি সরে যান। ফেরদৌসের পরে ওমর সানির প্যানেলে ইলিয়াস কোবরা সাধারণ সম্পাদক পদে নির্বাচনে অংশ নিতে চাইলেও শেষে তার স্থলাভিষিক্ত হন অমিত হাসান।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G