কিংবদন্তি অভিনেত্রী শাবানাকে সম্মাননা দিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। শুক্রবার সন্ধায় শাবানার বাসায় গিয়ে সমিতির নেতারা তাঁর হাতে সম্মাননা পদক তুলে দেন।
ঘরোয়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক জায়েদ খান, অঞ্জনা, রোজিনা, নিপুন ও সাইমন।
চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন ‘আমরা গতকাল (শুক্রবার) সন্ধ্যায় শাবানা আপার বাসায় গিয়েছিলাম; ওনাকে শিল্পী সমিতির পক্ষ থেকে সম্মাননা প্রদান করেছি। আমাদের নতুন কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছি। পাশাপাশি চলচ্চিত্রের বিভিন্ন বিষয় নিয়ে আড্ডা দিয়েছি।’
জায়েদ খান আরো বলেন, ‘শাবানা আপা আমাদের শিল্পী সমিতির আজীবন সদস্য। তিনি কিংবদন্তি অভিনেত্রী। কিন্তু বর্তমানে দেশের বাইরে থাকেন। আর আমরা যেহেতু চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটি, সে হিসেবে ওনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছি, পাশাপাশি নিজেদের গর্বিত করতে সম্মাননা দিয়েছি।’
চলচ্চিত্রের বর্তমান অবস্থা নিয়ে শাবানা উদ্বেগ প্রকাশ করেছেন জানিয়ে জায়েদ খান বলেন, ‘শাবানা আপা যৌথ প্রযোজনার চলচ্চিত্রের প্রতারণার বিষয়গুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি নিজেও এর আগে যৌথ প্রযোজনার ছবি করেছেন, কিন্তু তখন প্রতারণা ছিল না। তা ছাড়া তখন কিছু যৌথ প্রযোজনার ছবি করলেও বাংলাদেশের ছবি নিয়েই ব্যস্ত ছিলেন তিনি।’
‘আমাদের চলচ্চিত্র পরিবারের বর্তমানের যে আন্দোলন তার বিষয়ে আমরা (শাবানার সঙ্গে) কথা বলেছি। তিনি আমাদের সঙ্গে থাকবেন বলে কথা দিয়েছেন,’ দাবি করেন জায়েদ খান।
প্রতিক্ষণ/এডি/রন