শিশু সুরাইয়াকে পানির ট্যাঙ্কে ফেলে হত্যা

প্রকাশঃ অক্টোবর ৯, ২০১৬ সময়ঃ ১২:৩৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৩৭ অপরাহ্ণ

kidsরাজধানীর তুরাগের কামারপাড়া এলাকায় সুরাইয়া (৪) নামের এক শিশুকে পানির ট্যাঙ্কে ফেলে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

গতকাল শনিবার এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির খালু সবুজকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।

তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. শফিকুর রহমান জানান, শিশুটির বাবার নাম মোতালেব মিয়া। তিনি রিকশাচালক। আর শিশুটির মা পোশাকশ্রমিক। প্রতিদিনের মতো শিশুটিকে বাসার পাশে নানি সালমা বেগমের বাসায় রেখে কর্মস্থলে যান তারা। শিশুটি তাদের বাসার সামনেই খেলা করছিল। তখন তার খালু সবুজ তাকে (শিশু) ডেকে নিয়ে যায়। কামারপাড়ার হানিফ আলী রোডের দ্বিতীয় তলা বাড়ির নিচতলায় শিশুটিকে পানির ট্যাঙ্কে ফেলে ঢাকনা লাগিয়ে দেয় সবুজ।

পুলিশের এ কর্মকর্তা আরো জানান, পুলিশকে খবর দেওয়া হলে অনেক খোঁজাখুঁজির পর গতকাল রাত ১টার দিকে ঐ ট্যাঙ্ক থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। পরিবারের পক্ষ থেকে একটি মামলা করা হয়। রাতেই অভিযান চালিয়ে সবুজকে গ্রেপ্তার করা হয়। মা-বাবার সঙ্গে পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বের জের ধরে শিশুটিকে হত্যা করে সবুজ।

পুলিশ জানায়, শিশুটির বাড়ি টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানায় এলাকায়। রাতে শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G