শিশু হত্যায় কিশোরগঞ্জে ৪ জনের মৃত্যুদণ্ড
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় স্কুলছাত্র সাকিবুল হাসান টুটুলকে অপহরণের পর হত্যা মামলায় চারজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল।
আজ বুধবার দুপুরে ট্রাইবুনালের বিচারক মো. আওলাদ হোসেন ভুঁইয়া এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, দুলাল মিয়া, সোহাগ, আমিনুল ও ডালিম। রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন।
সরকারি কৌঁসুলি এম এ আফজল এবং আসামিপক্ষে অ্যাডভোকেট অশোক সরকার, ফজলিল কবির ও আবদুর রশিদ মামলা পরিচালনা করেন।
রায়ের বিষয়ে এম এ আফজল বলেন, কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় চরকাউনা নয়াপাড়া গ্রামে চতুর্থ শ্রেণির ছাত্র সাকিবুল হাসান টুটুলকে ২০১৪ সালের ১২ আগস্ট আসামিরা অপহরণ করে। পরে তার বাবার কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। দুদিন পর ১৪ আগস্ট নিজ বাড়ির পাশের একটি জঙ্গল থেকে টুটুলের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় টুটুলের বাবা কামাল উদ্দিন বাদি হয়ে চারজনকে আসামি করে পাকুন্দিয়া থানায় একটি হত্যা মামলা করেন। আজ বিজ্ঞ আদালত চার আসামিকেই মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন।
নিহত টুটুল চরকাউনা আবদুল আওয়াল মেমোরিয়াল কিন্টারগার্ডেন স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।
রাষ্ট্রপক্ষে পিপি অ্যাড. এম এ আফজল এবং আসামি পক্ষে অ্যাড. ফজলুল কবীর, এম এ রশীদ ও অশোক সরকার মামলা পরিচালনা করেন।
প্রতিক্ষণ/এডি/সাই