শিশু হত্যা: দুই আসামীর যাবজ্জীবন বহাল রেখেছে হাইকোর্ট

প্রকাশঃ আগস্ট ১, ২০১৭ সময়ঃ ৭:১৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:১৬ অপরাহ্ণ

সিরাজগঞ্জের শিশু খালেক হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড বহাল এবং আট আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি মামুনুন রহমান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন বহাল থাকা আসামিরা হলেন আবু তাহের মিয়া ও নাজমুল হুদা। খালাসপ্রাপ্তরা হলেন বাবলু ওরফে বাবু, রফিকুল ইসলাম, শহিদুল ইসলাম, মো. কহিনুর, মো. শরিফুল ইসলাম, সাইদুল ইসলাম, খেজের আলম ও সরোয়ার হোসেন।

আদালতে আসামিদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট একেএম ফয়েজ ও ব্যারিস্টার জসিদুল ইসলাম জনি।

ব্যারিস্টার জসিদুল ইসলাম জনি জানান, ২০০৩ সালের ১৪ আগস্ট সিরাজগঞ্জের কামারখন্দে আট বছরের শিশু আ. খালেককে অপহরণের পর হত্যা করে লাশ গুম করা হয়। এ ঘটনায় একই বছরের ১৬ আগস্ট খালেকের বাবা কামারখন্দ থানায় মামলা করেন।

২০০৭ সালের ২৯ মে সিরাজগঞ্জের নারী শিশু দমন নির্যাতন ট্রাইব্যুনাল ১০ আসামিকেই যাবজ্জীবন কারাদণ্ড দেন। পরে এ রায়ের বিরুদ্ধে আপিল করেন আসামিরা। সেই আপিলের শুনানি শেষে আজ হাইকোর্ট এ রায় দেন।

প্রতিক্ষণ/এডি/রন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G