শি জিনপিং পাকিস্তানকে চীনের সমর্থনের আশ্বাস দিয়েছেন

প্রকাশঃ নভেম্বর ২, ২০২২ সময়ঃ ৮:০৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:০৬ অপরাহ্ণ

ক্রীড়া ডেস্ক

বেইজিংয়ে দুই দিনের সফরে চীনের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, চীন পাকিস্তানকে তার অর্থনীতি স্থিতিশীল করতে সহায়তা করার জন্য সমর্থন অব্যাহত রাখবে।

নেতারা বুধবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বৈঠক করেন, শরীফের দুদিনের চীন সফরের শেষ দিন ছিল আজ। এপ্রিলে দায়িত্ব নেওয়ার পর তার প্রথম বিদেশ সফর।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের মতে, শি বলেছেন, দুই প্রতিবেশীর উচিত চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপিইসি), ৬০ বিলিয়ন ডলারের অবকাঠামো প্রকল্পের উন্নয়নে সহযোগিতা জোরদার করা। পাশাপাশি পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে গোয়াদর সমুদ্রবন্দর নির্মাণের কাজ দ্রুত করা।

তার অংশের জন্য, শরীফ সাম্প্রতিক বন্যার পর চীনের “পাকিস্তানের ত্রাণ ও পুনর্বাসন কাজে সহায়তার” জন্য শিকে ধন্যবাদ জানান। বন্যায় ১৭ শত জনেরও বেশি লোক মারা গিয়েছিল এবং প্রায় ৩৩ মিলিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছিল।

তার কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, নেতারা সিপিইসি এবং একটি রেললাইন নির্মাণ সহ “কৌশলগত গুরুত্বের” বিভিন্ন প্রকল্প সম্পর্কে কথা বলেছেন।

পাকিস্তান চীনের আর্থ-সামাজিক উন্নয়ন এবং অগ্রগতি ও সমৃদ্ধির জন্য জাতীয় সংকল্প থেকে অনুপ্রেরণা পেয়েছে। প্রধানমন্ত্রী শিকে পাকিস্তান সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন শরীফ। – পাকিস্তানী বিবৃতিতে প্রধানমন্ত্রী শরীফ এ সব কথা বলেছেন।

সূত্র : আল-জাজিরা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G