শীঘ্রই আসছে মাউস আকৃতির কম্পিউটার, যা রাখা যাবে পকেটে!

প্রকাশঃ জানুয়ারি ২৪, ২০১৫ সময়ঃ ১১:০০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:০৪ পূর্বাহ্ণ

অনলাইন ডেক্স,প্রতিক্ষণ ডটকম:

final-mouse-cmpter-655x360এবার পকেটেই ঢুকে যাবে আস্ত কম্পিউটার। আশ্চার্যের হলেও এটাই সত্যি৷ খুব শীঘ্রই এমনই এক কম্পিউটার আসছে যা মাউসের আকৃতির৷ আরও ভালোভাবে বলতে গেলে মাউসের ভিতরেই থাকবে একটা আস্ত কম্পিউটার৷

সম্পূর্ণ তারবিহীন এই কম্পিউটারে থাকবে দুটি ফুল সাইজ ইউএসবি পোর্ট, ১.৪ গিগাহাটর্জ কোয়াড কোর প্রসেসর, ১২৮ জিবি ইন্টারনাল স্টোর, ৮০২.১১ বি/জি/এন ওয়াই ফাই৷

এছাড়া থাকবে তার বিহীন এইসডিএমআই রিসিভার এবং আছে বিশেষ মাউস প্যাড যার উপরে এটি রাখলেই ওয়্যারলেস পদ্ধতিতে চার্জ হতে থাকবে এটি৷যেকোন স্থানে এই কম্পিউটার চালান যাবে বলে জানান হয়েছে সংস্থার তরফে৷ তবে এই মাউস কম্পিউটারে কোন কি-বোর্ড থাকবে না৷ তাই এই কম্পিউটারের জন্য কি-বোর্ডকে আপনাকে সাথে নিয়ে নিতে হবে৷এখন দেখার নয়া এই মাউস কম্পিউটারটি গ্যাজেটপ্রেমীদের কাছে কতটা জনপ্রিয় হয়৷

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G