শীতে ঠোঁট ফাটা রোধের পাঁচ পদ্ধতি

প্রকাশঃ নভেম্বর ৩, ২০১৬ সময়ঃ ৯:৪৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৪৬ পূর্বাহ্ণ

chapped-lips-2শীত যে আসছে রুক্ষ ত্বক তা জানান দিচ্ছে। আর ত্বক শুষ্ক হয়ে যাওয়ার প্রথম লক্ষণ ঠোঁট ফাটা। এই সময় ঠোঁটের একটু বেশি যত্ন চায়।

তাই শীতের শুরু থেকেই যত্ন নিলে গোটা শীতকালই ঠোঁট থাকবে নরম, ফ্রেশ।

আমাদের আজকের রূপচর্চায় থাকছে ঠোঁট ফাটা রোধের পাঁচ পদ্ধতি
chapped-lipsএক্সফোলিয়েট: ফাটা ঠোঁটের যত্ন নেওয়ার প্রথম ধাপ এক্সফোলিয়েট করা। চিনির সঙ্গে মধু মিশিয়ে ঠোঁট এক্সফোলিয়েট করুন নিয়মিত।

মধু ও লেবুর রস: সকালে ঘুম থেকে উঠে মধু ও লেবুর রস মিশিয়ে ঠোঁটে লাগিয়ে রাখুন।২০ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন।

গ্লিসারিন: ফাটা ঠোঁটে গ্লিসারিন লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন।

ময়শ্চারাইজ: এই সময় শুধু ত্বক নয় ঠোঁটও নিয়মিত ময়শ্চারাইজ করা প্রয়োজন।
নিয়মিত আমন্ড অয়েল বা বাটার মাস্ক দিয়ে ময়শ্চারাইজ করুন।

ভিটামিন ই অয়েল: রাতে শোওয়ার আগে ঠোঁটে ভিটামিন ই অয়েল লাগিয়ে নিন। সকালে উঠে নরম তুলতুলে লাগবে।

 

 

প্রতিক্ষণ/এডি/তাজিন

 

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G