শীত তাড়াতে তুষার মানব

প্রকাশঃ ফেব্রুয়ারি ২২, ২০১৭ সময়ঃ ১১:৩৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:১২ অপরাহ্ণ

Villagers-dress-up-scary-animals-frighten-evil-forces-763725মেসিডোনিয়ার মালেসেভো পাহাড়ের পাদদেশে অবস্থিত রাটেভো গ্রামে শীতকালে তাপমাত্রা হিমাঙ্কের থেকে ২০ থেকে ৩০ ডিগ্রি নিচে নেমে যায়।

এই তীব্র শীতের প্রকোপ থেকে বাঁচতে প্যাগান মতাদর্শী গ্রামবাসীরা একটি উৎসবের আয়োজন করে। বন্য পশুর চামড়া পরিধান করে ‘তুষার মানব’ সেজে শীতকে ভয় পাইয়ে দেয়াই এই উৎসবের মূলমন্ত্র।

‘তুষার মানব’ হল ভয়ংকর ধরণের প্রাণী, যা হিমালয় পর্বতের বরফাচ্ছন্ন চুড়ায় বসবাস করে বলে ধারণা করা হয়।

মালেসেভোর প্যাগান ধর্মে বিশ্বাসী গ্রামবাসীরা উৎসব উপলক্ষে ভয়ংকর ‘তুষার মানব’ মানব সাজার চেষ্টা করে এবং উচ্চসরে গান গাইতে থাকে। তাদের ধারণা, এতে শীতের প্রকোপ কিছুটা হলেও কমবে। ভেড়া, ছাগল এবং ষাঁড়ের চামড়া দিয়ে তারা বিদঘুটে সব পোশাক বানায়; বন্য শুকর বা নেকড়ে শিকার করে তা দিয়ে বানায় মুখোশ। এই সব পোশাক আর মুখোশ পরিধান করে থাকে উৎসবের সময়জুড়ে।

পাহাড়ী এইসব মানুষ ভয়ংকর সাজার চেষ্টা করলেও প্রকৃতপক্ষে তারা খুবই নিরীহ বলে জানা যায়। এই উৎসব তাদের প্রাচীন ঐতিহ্য ও সংস্কৃতির অংশ মাত্র। তাদের মধ্যে যারা আধুনিক শিক্ষায় শিক্ষিত তারা জানে, তুষার মানব সেজে শীতকে তাড়ানো সম্ভব নয়। নিজেদের প্রাচীন ঐতিহ্যকে লালন করার জন্য উচ্চশিক্ষিত লোকেরাও এই উৎসবে যোগ দেয়।

প্রতিক্ষণ/এডি/নাজমুল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G