শীত নামছে ধীর তালে, পুরো দেশের আবহাওয়া এক নজরে
আন্তর্জাতিকে ডেস্ক
বাংলাদেশ আবহাওয়া অফিসের বার্তায় আগেই বলে দিয়ে ছিল এবার শীত আসছে ধীরে এবং যাবেও ধীরে। আর এবারের শীত কালটা বেশ জাঁকিয়ে বসবে বলেই জানিয়ে রেখেছে আবহাওয়া অফিস।
এরই মধ্যে দেশের উত্তরাঞ্চলে শীত মোটামুটি ভাবে জাঁকিয়ে বসতে শুরু করেছে। সে তুলনায় দেশের মধ্যাঞ্চলে শীত পড়লেও উত্তরাঞ্চলের মতো নয়।
আবহাওয়া অফিসের তথ্য মোতাবেক এক নজরে দেশজুড়ে ৮টি বিভাগের শীতের তাপমাত্র –
ঢাকা বিভাগ
ঢাকা (রাজধানী) ২০ ডিগ্রি সেলসিয়াস, টাঙ্গাইল ১৮ ডিগ্রি সেলসিয়াস, ফরিদপুর ১৯ ডিগ্রি সেলসিয়াস, মাদারীপুর ১৮ ডিগ্রি সেলসিয়াস, গোপালগঞ্জ ১৭ ডিগ্রি সেলসিয়াস, নিকলি ২০ ডিগ্রি সেলসিয়াস, আরিচা ২০ ডিগ্রি সেলসিয়াস ও নর সিংদি ২১ ডিগ্রি সেলসিয়াস।
চট্টগ্রাম বিভাগ
সস্বীপ ১৯ ডিগ্রি সেলসিয়াস, সীতাকুন্ড ২৬ ডিগ্রি সেলসিয়াস, চট্টগ্রাম ২৩ ডিগ্রি সেলসিয়াস, রাঙ্গামাটি ২২ ডিগ্রি সেলসিয়াস, কুমিল্লা ১৮ ডিগ্রি সেলসিয়াস, চাঁদপুর ২০ ডিগ্রি সেলসিয়াস, মাইজীকোর্ট ২০ ডিগ্রি সেলসিয়াস, ফেনী ১৮ ডিগ্রি সেলসিয়াস, হাতিয়া ২১ ডিগ্রি সেলসিয়াস, কক্সবাজার ২২ ডিগ্রি সেলসিয়াস, কুতুবদিয়া ২০ ডিগ্রি সেলসিয়াস, টেকনাফ ২৬ ডিগ্রি সেলসিয়াস, বান্দরবন ২৩ ডিগ্রি সেলসিয়াস, রামগতি ১৮ ডিগ্রি সেলসিয়াস।
সিলেট বিভাগ
শ্রীমঙ্গল ১৯ ডিগ্রি সেলসিয়াস, সিলেট ২০ ডিগ্রি সেলসিয়াস।
রাজশাহী বিভাগ
ঈশ্বরদী ১৭ ডিগ্রি সেলসিয়াস, বগুড়া ১৯ ডিগ্রি সেলসিয়াস, বদলগাছি ১৮ ডিগ্রি সেলসিয়াস, তাড়াশ ২০ ডিগ্রি সেলসিয়াস, রাজশাহী ২২ ডিগ্রি সেলসিয়াস।
রংপুর বিভাগ
দিনাজপুর ১৮ ডিগ্রি সেলসিয়াস, সৈয়দপুর ১৯ ডিগ্রি সেলসিয়াস, তেঁতুলিয়া ১৫ ডিগ্রি সেলসিয়াস, ডিমলা ১৭, রাজারহাট ১৫ ডিগ্রি সেলসিয়াস, রংপুর ১৮ ডিগ্রি সেলসিয়াস।
ময়মনসিং বিভাগ
নেত্রকোণা ১৮ ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহ ২১ ডিগ্রি সেলসিয়াস।
খুলনা বিভাগ
মংলঅ ১৯ ডিগ্রি সেলসিয়াস, সাতক্ষীরা ১৮ ডিগ্রি সেলসিয়াস, যশোর ১৬ ডিগ্রি সেলসিয়াস, চুয়াডাঙ্গা ১৭ ডিগ্রি সেলসিয়াস, কুমারখালী ১৯ ডিগ্রি সেলসিয়াস, কয়রা ২৪ ডিগ্রি সেলসিয়াস, খুলনা ২১ ডিগ্রি সেলসিয়াস।
বরিশাল বিভাগ
পটুয়াখালী ১৯ ডিগ্রি সেলসিয়াস, খেপুপাড়া ১৭ ডিগ্রি সেলসিয়াস, ভোলা ১৮ ডিগ্রি সেলসিয়াস, বরিশাল ১৬ ডিগ্রি সেলসিয়াস।