শীর্ষ জঙ্গি মোখতার নিহত
আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:
যুক্তরাষ্ট্রের বিমান হামলায় শীর্ষ জঙ্গি মোখতার বেলমোখতার মারা গেছেন বলে জানিয়েছে লিবিয়ার প্রশাসন। দুই বছর আগে মোখতারের আদেশে আলজেরিয়ার গ্যাস প্ল্যান্টে হামলা চালানো হয়েছিলো।
রোববার রাতে দেশটির পূর্বাঞ্চলে আজদাবিয়া শহরে যুক্তরাষ্ট্রের এই অভিযানে মোখতারসহ আরো কয়েকজন যোদ্ধা নিহত হন। লিবিয়া সরকারের তরফ থেকে এই তথ্য জানানো হয়েছে।
এর আগেও মোখতারের মৃত্যুর বিষয়ে নিশ্চিত করে কয়েকবার ভুল খবর প্রচার করা হয়েছিলো। বেলমোখতার যুক্তরাষ্ট্রের হামলার লক্ষ্য ছিলো বলে পেন্টাগন নিশ্চিত করলেও তার মারা যাওয়ার ব্যপারে কোনো তথ্য দেয়নি।
আলজেরিয়ায় জন্ম নেয়া মোখতার ইসলামিক মাগরেব’এর (একিউআইএম) আল কায়েদার সাবেক উচ্চপর্যায়ের নেতা। পরে তিনি নিজের জঙ্গি সংগঠন গড়ে তুলতে আল-কায়েদা থেকে বেরিয়ে আসেন।
২০১৩ সালে আলজারিয়ার ইন আমেনাস গ্যাস প্ল্যান্টে হামলা চালিয়ে মোখতার কুখ্যাতি অর্জন করেন। এই হামলায় ৪০ জন নিহত হয় এবং জিম্মি করা হয় প্রায় ৮০০ জনকে। তাদের বেশিরভাগই ছিলেন বিদেশি।
লিবিয়ার গৃহযুদ্ধে মার্কিন কর্মকর্তারা কয়েক দিন ধরেই অস্ত্রবিরতির আহ্বান জানিয়ে আসছেন। এর মধ্যেই বোমা হামলা চালানো হলো। আগামী ১৭ জুনের মধ্যে লিবিয়ার প্রতিদ্বন্দ্বী সব পক্ষকে জাতিসংঘের হস্তক্ষেপে চুক্তিতে সই করতে বলছে ওয়াশিংটন।