শীর্ষ ১০ অপরাধীর একজন মোদি!

প্রকাশঃ জুন ৪, ২০১৫ সময়ঃ ৩:০৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৫৫ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

modhi
বিশ্বের শীর্ষ ১০ অপরাধীর তালিকায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি। ছবি : গুগল

তালিকার নাম হচ্ছে বিশ্বের দশ শীর্ষ অপরাধী। সেখানে দাউদ ইব্রাহিম, ওসামা বিন লাদেনের ছবি থাকাটা স্বাভাবিক।

কিন্তু এ তালিকায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি অনেককেই চমকে দিয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত ঠিক এমনটাই ঘটেছে। গুগলের ফটো সার্চ ইঞ্জিনে গিয়ে ‘টপ ১০ ক্রিমিনাল’ লিখে সার্চ দিলেই অন্যান্যদের সঙ্গে তালিকায় দেখা যাচ্ছে মোদিকে। তালিকায় প্রথমেই দেখা যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের গ্যাংস্টার আল কাপোনেকে। ঠিক তারপরই দ্বিতীয় ছবিতে দেখা যাচ্ছে মোদিকে।

ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, এই তালিকা প্রকাশের পর গুগল সার্চ ইঞ্জিন এক বিবৃতির মাধ্যমে কোনো ধরণের বিভ্রান্তি অথবা ভুল বোঝাবুঝি সৃষ্টির জন্য ক্ষমা প্রার্থনা করে। এরপরও আজ দুপুরে এই প্রতিবেদন লেখা পর্যন্ত শীর্ষ ১০ অপরাধীর ছবিতে মোদিকে দেখা গেছে।

গুগলের মুখপাত্র বিবৃতিতে বলেছেন, ‘এই তালিকা আমাদের সমস্যায় ফেলেছে। এটি গুগলের নিজস্ব মতামতের প্রতিফলন নয়। মাঝে মাঝে নির্দিষ্ট কোনো কিছুর সন্ধানে ইন্টারনেটে সার্চ দিলে বিস্ময়কর তথ্য চলে আসে। আমরা কোনো ধরণের বিভ্রান্তি অথবা ভুল বোঝাবুঝি সৃষ্টি করার জন্য ক্ষমা চাইছি। এই ধরণের অপ্রত্যাশিত ফলাফল প্রতিরোধে আমরা সব সময় আমাদের অ্যালগরিদম (যে সূত্রের ওপর ভিত্তি করে সার্চ করা হয়) উন্নয়ণে কাজ করছি।

গুগল জানিয়েছে, এই তালিকা দেখাচ্ছে একটি ব্রিটিশ দৈনিকে প্রকাশিত ‘টপ টেন ক্রিমিনালস ইন ইন্ডিয়া’ নামক প্রতিবেদনের জন্য। এই তালিকায় মোদির ছবি ছাপা হয়েছিল। এ ছাড়া এক্ষেত্রে অপরাধমূলক কর্মকাণ্ডসহ মোদির রাজনৈতিক জীবন নিয়ে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন বিবেচনা করেই সেখান থেকে তার ছবি টেনে নিয়ে দেখাচ্ছে গুগল ইঞ্জিন সার্চ।

এই বিষয়টি প্রকাশ্যে আসতেই মাইক্রো-ব্লগিং সাইট টুইটারে ঝড় উঠেছে। একদিকে যেমন মোদি অনুগামীরা এই ছবি অবিলম্বে প্রত্যাহার করার দাবি তুলেছে, অন্যদিকে মোদির সমালোচকরা এই বিষয়টিকে হাতিয়ার করে তাকে আক্রমণে মুখর হয়ে উঠেছে। এক্ষেত্রে দ্বিতীয় পক্ষের দাবি, ২০০২ সালে গুজরাটে সাম্প্রদায়িক সংঘর্ষে মোদির ভূমিকায় প্রশ্নচিহ্ন যেমন দেখা দিয়েছিল, তেমনই সংশয় উঠেছিল মুসলিমদের প্রতি তার মনোভাব নিয়েও।

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G