শুক্রবার থেকে রোজা
নিজস্ব প্রতিবেদক:
বুধবার দেশের কোথাও রমজান মাসের চাঁদ দেখা যায় নি। তাই আগামী শুক্রবার থেকে শুরু হবে সিয়াম সাধনা।
জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠক শেষে জানিয়েছে, আগামীকাল বৃহস্পতিবার প্রথম তারাবীহ নামাজ হবে। বৃহস্পতিবার দিবাগত রাতে সেহরি খেয়ে মুসলমানরা রোজা শুরু করবেন।
বায়তুল মুকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। ধর্মমন্ত্রীর ব্যক্তিগত সহকারী আবুল হোসেন প্রতিক্ষণকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সভায় ধর্মমন্ত্রণালয়ের সচিব চৌধুরী বাবুল হাসান বলেন, বাংলাদেশের ৬৪টি জেলাতেই জেলা প্রশাসকের নেতৃত্বে সংশ্লিষ্ঠ জেলার চাঁদ দেখা কমিটি আছে। তাদের মতামতও আমরা গ্রহণ করি। তারাও জানিয়েছেন কোথাও চাঁদ দেখা যায়নি। তাই সবার মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সভায় ধর্মমন্ত্রণালয়ের সচিব চৌধুরী বাবুল হাসান, ইসলামীক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মো. আফজাল, পরিচালনা পর্ষদের সদস্য মেজবাউর রহমান চৌধুরীসহ কমিটি সব সদস্যদের সঙ্গে আবহাওয়া অধিদপ্তর, ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারের প্রতিনিধিসহ সরকারের ১৭টি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রতিক্ষণ/এডি/জহির