শুক্রবার ১৪ দলের গায়েবানা জানাজা

প্রকাশঃ জানুয়ারি ২৮, ২০১৫ সময়ঃ ১:৫০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:০৮ অপরাহ্ণ

নিজেস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

nasim bdবিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধে নিহতদের স্মরণে ও আত্মার মাগফিরাত কামনা করে আগামী শুক্রবার বাদ জুমা সারাদেশে গায়েবানা জানাজার কর্মসূচি ঘোষণা করেছে কেন্দ্রীয় ১৪ দল।

রাজধানীর ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে বুধবার এক যৌথসভা শেষে এ কর্মসূচি ঘোষণা করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।

এদিন সকালে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে শ্রমিক-কর্মচারী, পেশাজীবী ও মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের সঙ্গে বৈঠক করে ১৪ দল।

বৈঠক শেষে ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ‘আগামী শুক্রবার বাদ জুম্মা ঢাকার বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ১৪ দলের উদ্যোগে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে।’

২০ দলীয় জোটের ডাকা অবরোধ-হরতালে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে ওই সারাদেশের জেলা ও উপজেলায় একই কর্মসূচি পালিত হবে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক পার্টি (জাসদ)’র সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নূহ-উল আলম লেলিন, গণতান্ত্রি পার্টির সভাপতি নুরুর রহমান সেলিম প্রমুখ।

প্রতিক্ষণ /এডি/গোলাপ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G